ড. মনসুর উদ্দিন মহিলা কলেজের ছাত্রী মৌ ঢাবিতে ভর্তির সুযোগ


ড. মনসুর উদ্দিন মহিলা কলেজের ছাত্রী তাসনিয়া রহমান মৌ ঢাকা বিশ্ববিদ্যালয়ে “খ” ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছে।  তাসনিয়া রহমান মৌ কাদলা গ্রামের ব্যবসায়ী ও সমাজ সেবক  ইঞ্জিঃ মুজিবুর রহমান ও  সানরাইজ স্কুলের শিক্ষিকা আমাতুন নূরের কণ্যা।   তাঁর চাচা বাংলাদেশ সেনাবাহিনীর কর্ণেল অবঃ ফজলুল হক।  তাসনিয়া রহমান মৌ কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে।  সে সানরাইজ স্কুল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা বৃত্তি লাভ করে।  মৌ ভবিষ্যতে ইন্টারন্যাশনাল রিলেশন বিষয়ে পড়াশুনা করে উচ্চ শিক্ষা গ্রহন করে শিক্ষিত হতে চায়।  তাঁর সফলার জন্য বাবা মায়ের পাশাপাশি ড. মনসুর উদ্দিন মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষিকাদের অবদান রয়েছেন বলে জানান

1 টি মন্তব্য :

Copyright © 2013 TheCrazy Boy'S