প্রেম হয় ৭ রকমের, আপনারটা ঠিক কী রকম?

'প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পড়ে ছাড়ে না।' সত্যি প্রেমের অনুভূতি এক অদ্ভুত অনুভূতি। প্রেমে পড়লেও জ্বালা আবার এর স্বাদ না নিলেও যেন মন ভরে না। তবে হরেক রকমের প্রেম বর্তমান আমাদের এই দুনিয়ায়। প্রেমে পড়ার সঠিক কোনও বয়সই হয় না। তাই যখন ইচ্ছা তখনই পড়া যেতেই পারে। জীবনের বিভিন্ন পর্যায় এসে প্রেমের বিভিন্ন সংজ্ঞার মানে বোঝা যায়। কিন্তু লুকিয়ে প্রেম করার মজাটাই একটু অন্যরকম হয়ে থাকে।
সাইকোলজিস্ট রবার্ট স্টেনবার্গ ভালবাসাকে তিনিটি উপাদানের মধ্যে ভাগ করেছেন। সেই উপাদানটিকে একটি ত্রিভুজের মাধ্যমে প্রতিস্থাপন করেছিলেন। তিনটি উপাদান হল- আবেগ(যৌন অথবা রোম্যান্টিক আকর্ষণ), অন্তরঙ্গতা (গভীর অনুভূতি) এবং সহানুভূতি (শুধুমাত্র সম্পর্ককে রক্ষা করাই নয়, তাকে সসম্মানে এগিয়ে নিয়ে যাওয়া)। এই উপাদানগুলিকে একসঙ্গে ৭ ভাগে ভাগ করেছেন। যার ফলে আমরা ৭ রকমের ভালবাসার সংজ্ঞা পাই। তাহলে এক ঝলকে দেখে নিন আপনার ভালবাসার নাম কী...
১. ভালোলাগা
এমন মানুষ যার সঙ্গে আপনি সমস্ত কথা শেয়ার করতে চান। সমস্ত মুহূর্ত এক সঙ্গে কাটাতে চান। তাকে আপনার শুধুই ভালোলাগে। এই অনুভূতিকে কখনওই ভালবাসা বলে ভেবে বসবেন না। তিনি আপনার খুব ভালো বন্ধু হতে পারে, কিন্তু কাছের মানুষ নয়।
২. মোহ
আপনি একটা মানুষকে রোজ দেখছনে বেশ ভালোও লাগছে আপনার। তাঁর সঙ্গে সময় কাটাতে চাইছেন। কিন্তু এটা শুধুমাত্রই মোহ। যখন আপনার এই মোহ কেটে যাবে তখন আপনার ভালোলাগাও দূরে চলে যাবে। এখানে শুধুমাত্রই আবেগ কাজ করে। আবেগ ছাড়া আর কিছুই বর্তমান থাকে না।
৩. প্রতিশ্রুতি
অনেক সময় দেখতে পাওয়া গেছে আপনি হয়ত কাউকে প্রতিশ্রুতি দিয়ে বসে আছেন। কিন্তু সেই মানুষটির প্রতি কোনও রকম যৌন আকর্ষণ অনুভবই করছেন না। কিন্তু তাঁকে ছেড়ে দিতেও মন চাইছে না। তখন আপনি খালি প্রেমের মধ্যে দিয়ে যাচ্ছেন। অনেক সময় বহু বছর প্রেম করার পরেও অনেকেই বিয়ে করেন কেবলমাত্র একে ওপরের কাছে প্রতিশ্রুতি বদ্ধ থাকেন বলে।
৪. রোমান্টিক প্রেম
আবেগ এবং অন্ত্রঙ্গতা যখন কোনও ভালবাসার মধ্যে থাকে তখন তাকে রোম্যান্টিক প্রেম বলা হয়ে থাকে। যেই মানুষকে হয়ত আপনি কোনও প্রতিশ্রুতি দেননি। কিন্তু তা সত্ত্বেও একটি মধুর সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন আপনি। এই সম্পর্ক সব সময় বেশি দূর না চললেও একটা মধুর অনুভূতি দিয়ে যেতে পারে আপনাকে।
৫. ঘনিষ্ট প্রেম
যখন অন্তরঙ্গতা এবং প্রতিশ্রুতি দুটোই সম্পর্কের মধ্যে থাকে তখন তাকে ঘনিষ্ট প্রেম বলা হয়ে থাকে। এই প্রেম সাধারণত কোনও বন্ধুর প্রতি অথবা যে কোনও মানুষের প্রতি হয় থাকে। যাকে আপনি অনেক দিন ধরেই চেনেন, কিন্তু তার সঙ্গে সময় কাটাতে কাটাতে কখন এতোটা ঘনিষ্ট হয়ে গেছেন সেটাও বুঝতে পারেননি। এই প্রেম টেঁকার সম্ভাবনা থাকে অনেক বেশি।
৬. অর্থহীণ প্রেম
দূর থেকে দেখার পর অনেক মানুষকেই বেশ ভালো লাগে আমাদের। আমরা সেই মানুষটির পছন্দকে নিজের পছন্দ হিসেবে মেনে নিতে থাকি। হয়ত অনেক সময় সেই ভালোলাগা বিয়ে পর্যন্ত গড়িয়ে যেতে পারে। কিন্তু তারপর সমস্ত ভালোলাগার অবসান ঘটে যায়। কারণ মানুষকে কাছ থেকে না দেখে দূর থেকে দেখেই তাকে আমরা বিচার করতে থাকি। যার ফলে ভবিষ্যতে অনেক বড় ধোকা খেতে হয় আমাদের।
৭. অনবদ্য প্রেম
অন্তরঙ্গতা, আবেগ এবং প্রতিশ্রুতি এই তিনটি উপাদান যখন ভালবাসার মধ্যে মিলে মিশে যায় তখন একোটা অনবদ্য প্রেম পাই আমরা। এই প্রেমের ক্ষেত্রে অন্তরঙ্গতা যে রকম থাকে ঠিক সেই রকমই থাকে একে ওপরের প্রতি বিশ্বাস, ভরসা। যেই প্রেমিক যুগলের মধ্যে দেওয়াল তোলার ক্ষমতা কারোর থাকে না। এই প্রেমই হয় সত্যিকারের প্রেম। এই প্রেম সত্যি সত্যি কাঁঠালের আঠা, যাকে সরষের তেল দিয়েও ছাড়ানো সম্ভব নয়...।

0 comments :

অসাধারণ বাংলা রেপ গান ।। হাসতে হাসতে পেট ব্যথা ।। শেয়ার করে আপনার বন্ধু কে শোনান

অসাধারণ বাংলা রেপ গান ।। হাসতে হাসতে পেট ব্যথা ।। শেয়ার করে আপনার বন্ধু কে শোনান

0 comments :

how to take screenshot on note 2

Method1
Taking a Screenshot Using Buttons

  1. Image titled Screenshot on a Galaxy Note 2 Step 1
    1
    Power up your Galaxy Note II. Navigate to the screen on which you would like to take a screenshot.
  2. Image titled Screenshot on a Galaxy Note 2 Step 2
    2
    Press the power button down.
  3. Image titled Screenshot on a Galaxy Note 2 Step 3
    3
    Press the home button down simultaneously.
  4. Image titled Screenshot on a Galaxy Note 2 Step 4
    4
    Hold the buttons for a few seconds, until the device makes a single shutter sound. The perimeter of the screen will also flash to indicate the screenshot has been taken.
  5. Image titled Screenshot on a Galaxy Note 2 Step 5
    5
    Go to your Gallery application to see and share the screenshot you have just taken. [1]

Method2
Taking a Screenshot Using the S Pen

  1. Image titled Screenshot on a Galaxy Note 2 Step 6
    1
    Power up your Galaxy Note II. Remove the S Pen from the bottom of the device.
  2. Image titled Screenshot on a Galaxy Note 2 Step 7
    2
    Navigate to the page that you want to capture.
  3. Image titled Screenshot on a Galaxy Note 2 Step 8
    3
    Click the side button on the S Pen with your thumb or index finger.
  4. Image titled Screenshot on a Galaxy Note 2 Step 9
    4
    Touch the pen to the screen.
  5. Image titled Screenshot on a Galaxy Note 2 Step 10
    5
    Wait a second until the shutter sound goes off and the border of the screen flashes. This will indicate that you have taken a screenshot. [2]
  6. Image titled Screenshot on a Galaxy Note 2 Step 11
    6
    Access your screenshots in the Gallery application on your phablet.
  1. Image titled Screenshot on a Galaxy Note 2 Step 12
    1
    Turn on your Samsung Galaxy device.
  2. Image titled Screenshot on a Galaxy Note 2 Step 13
    2
    Click the Menu button on your phone.
  3. Image titled Screenshot on a Galaxy Note 2 Step 14
    3
    Choose the Settings option.
  4. Image titled Screenshot on a Galaxy Note 2 Step 15
    4
    Select “Motion. Then, select “Hand Motion.” This will change the settings indicating how you can capture information on your Galaxy Note II.
  5. Image titled Screenshot on a Galaxy Note 2 Step 16
    5
    Check the box that says “Palm swipe to Capture.
  6. Image titled Screenshot on a Galaxy Note 2 Step 17
    6
    Navigate to the page you want to screenshot.
  7. Image titled Screenshot on a Galaxy Note 2 Step 18
    7
    Swipe the right side of your hand from right to left or left to right across the screen. Once the palm swipe is enabled, you can use this method to capture screen images until you turn it off.
  8. Image titled Screenshot on a Galaxy Note 2 Step 19
    8
    Access screenshots in our Gallery application.




copy by http://www.wikihow.com/Screenshot-on-a-Galaxy-Note-2




0 comments :

কেমন হবে আইফোন ৮?

এ রকম হতে পারে আইফোন ৮
আইফোন ৭ ও ৭ প্লাস ঘোষণা দেওয়ার সপ্তাহ না পেরোতেই আইফোন ৮ নিয়ে প্রযুক্তি বিশ্বে গুঞ্জন শুরু হয়ে গেছে। অ্যাপলের পেটেন্ট করা নতুন প্রযুক্তি ঘিরে এ গুঞ্জন। সম্প্রতি তারবিহীন চার্জিং প্রযুক্তির পেটেন্ট আবেদন করেছে অ্যাপল। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, আইফোন ৮-এ তারহীন চার্জিং প্রযুক্তি ব্যবহার করতে পারে অ্যাপল।

যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে আবেদন করা ওই পেটেন্ট আবেদনে গোলাকার একটি চার্জিং ডিভাইসের চিত্র আঁকা হয়েছে। ২০১৫ সালের শেষ দিকে ওই আবেদন করা হলেও এখনো তা প্রকাশ করা হলো। 
এর আগে জাপানের বৃহত্তম সংবাদপত্র নিক্বেইয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে আইফোনের দশকপূর্তি হতে যাচ্ছে। আইফোনকে নতুন নকশায় দেখা দিতে পারে ওই বছর। এতে যুক্ত হতে পারে সম্পূর্ণ কাচের তৈরি কাঠামো। এই গ্লাস কেসিং তৈরিতে কাজ করতে পারে অ্যাপল পণ্যের নির্মাণ সহযোগী ফক্সকন। 
তাইওয়ানে অ্যাপলের যন্ত্রাংশ সরবরাহকারী এক সূত্রের বরাতে নিক্কেই বলেছে, গত বছর থেকে ফক্সকন গ্লাস চেসিস তৈরির কাজ শুরু করেছে। 
এ ছাড়া গুঞ্জন উঠেছে, বর্তমান এলসিডি প্যানেল থেকে অ্যাপল ওএলইডি ডিসপ্লে ব্যবহার শুরু করবে। এ ছাড়া বাঁকানো ডিসপ্লেযুক্ত আইফোন তৈরিও করতে পারে অ্যাপল। বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের বিশ্লেষক রুশাবা দোশি বলেন, আইফোন ৮-এর জন্য হার্ডওয়্যার উন্নত করার পাশাপাশি নতুন সফটওয়্যার ও সেবা তৈরি করবে অ্যাপল। উন্নত আর্টিফিশাল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দেখা যেতে পারে এতে। 
অ্যাপলের ভবিষ্যতের পণ্য হিসেবে ভাবা হচ্ছে আইফোন ৮-কে। বাজার বিশ্লেষকেরা বলছেন, আইফোন ৮ একটু বড় মাপের আইফোন হবে এবং এতে হোম বাটন স্ক্রিনে যুক্ত থাকবে। 
২০১৭ সালে আইফোন ৮-এর তিনটি মডেল বাজারে ছাড়তে পারে অ্যাপল। একটি হবে ৪ দশমিক ৭ ইঞ্চি, দুটি সাড়ে পাঁচ ইঞ্চি মাপের। এর মধ্যে একটি মডেলে বাঁকানো ডিসপ্লে থাকতে পারে। অর্থাৎ, একটি মডেল স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৭ এজের মতো হতে পারে। 
আইফোন ৮ নিয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে অ্যাপল কোনো তথ্য প্রকাশ করেনি। কিন্তু এক দশক পূর্তিতে অ্যাপলের কাছ থেকে চমক হিসেবে উদ্ভাবনী বৈশিষ্ট্যের আইফোন ৮ আশা করতেই পারেন অ্যাপলপ্রেমীরা। কারণ, আইফোন ৭ যে অনেকের কাছেই পুরোনো মডেলের নতুন সংস্করণ বলে মনে হয়েছে! তথ্যসূত্র: ব্লুমবার্গ, রয়টার্স, ডেইলিমেইল।

0 comments :

নতুন আইফোনেও খুঁত?

আইফোন ৭
নতুন আইফোনেও খুঁত বের হয়েছে! আইফোনথেকে নাকি অদ্ভুত শব্দ বের হচ্ছে! অতিরিক্ত লোড হলেই নাকি সাপের মতো ‘হিশ হিশ’ শব্দ করছে আইফোন ৭! আইফোন ৭ ও ৭ প্লাস ব্যবহারকারী কয়েকজন এ অভিযোগ তুলেছেন।
কয়েকটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটের খবর অনুযায়ী, অ্যাপলের এ১০ ফিউশন প্রসেসরে যখন অতিরিক্ত চাপ বাড়ছে, তখন এই শব্দ বের হচ্ছে। ব্লগার স্টিফেন হ্যাকেট প্রথম আইফোন ৭–এর এই‘হিশ হিশ’ শব্দের কথা প্রথম প্রকাশ করেন। তিনি ওই শব্দ রেকর্ড করে ইউটিউবে পোস্ট করেন। এরপর অ্যাপলের সাবেক জনসংযোগ কর্মকর্তা ড্যারেল ইথারিংটনও আইফোনের এই খুঁতের কথা টুইট করে জানান। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়, হিশ হিশ শব্দটিকে ‘কয়েল নয়েজ’ বলা হয়, যা ঠিকমতো ঠান্ডা না হলে যেকোনো প্রসেসরেই এ সমস্যা হতে পারে। অবশ্য এখন পর্যন্ত প্রথম ব্যাচের আইফোন ৭ ও ৭ প্লাসের কয়েকটি ইউনিটে এই সামান্য ত্রুটি পাওয়া গেছে।
লাইফহ্যাকার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এ সমস্যার কোনো সমাধান নেই। তবে নতুন আইফোনের সঙ্গে বদলে নেওয়া যেতে পারে।

খুঁত নিয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। হ্যাকেট দাবি করেন, অ্যাপল কেয়ার সেন্টারে তিনি সমস্যার কথা জানালে তাঁর আইফোন বদল করে দেওয়ার কথা বলা হয়েছে।
অ্যাপলের নতুন আইফোনে নতুন উপাদান হিসেবে এসেছে ব্যারোমেট্রিক ভেন্ট। এটি নিখুঁতভাবে উচ্চতা নির্ণয় করতে পারে। এ ছাড়া এতে পানিরোধী উপাদানও এসেছে। নতুন আইফোনে আছে ৩ জিবি র‍্যাম, ২ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিও ইনটেল মডেম।
তথ্যসূত্র : এনডিটিভি, দ্য ভার্জ।

0 comments :

বিদেশে পড়তে যাওয়ার আগে যা করবেন

উচ্চশিক্ষার জন্য ভিনদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার ইচ্ছা অনেকেরই থাকে। কিন্তু সঠিক পরিকল্পনা আর প্রস্তুতিকৌশলনা জানার কারণে সুযোগ হারান অনেকেই। তাই বিদেশে পড়তে যাওয়ার পূর্বপ্রস্তুতি নিয়ে এই ফিচার।

১. পড়ার বিষয় ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন
বিদেশে পড়ার আগ্রহ থাকলে এসএসসি/ও-লেভেল পরীক্ষার পর থেকেই নিজেকে প্রস্তুত করা উচিত। সে ক্ষেত্রে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে, কোন বিষয়ে পড়তে আগ্রহী, তা ঠিক করে নেওয়া জরুরি। বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে ভর্তিসংক্রান্ত সব তথ্য সহজ ভাষায় লেখা থাকে। তাই ইন্টারনেটের মাধ্যমে পছন্দের বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা নির্ধারণ করে ফেলা গুরুত্বপূর্ণ কাজ।
২. যোগ্যতা প্রমাণের কিছু পরীক্ষা
বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনার জন্য যোগ্যতা যাচাইয়ের কিছু পরীক্ষায় অংশ নিন। এর মধ্যে যেমন রয়েছে জিআরই, জিম্যাট বা ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য টোফেল বা আইইএলটিএস। জিআরই বা জিম্যাটে ভালো করলে ভর্তি বা ভর্তির সঙ্গে স্কলারশিপ পেতে সুবিধা হয়। স্নাতক পর্যায়ে বিদেশে পড়তে যাওয়ার জন্য যাদের প্রথম পছন্দ যুক্তরাষ্ট্র বা কানাডা, স্যাট তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। প্রধানত, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য আইইএলটিএস অপরিহার্য ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে উত্তর আমেরিকা, অর্থাৎ যুক্তরাষ্ট্র ও কানাডার বিশ্ববিদ্যালয়গুলোও এ পরীক্ষার স্কোর চাইছে। ইউরোপের বেশির ভাগ দেশের বিশ্ববিদ্যালয়গুলো আইইএলটিএস চায়।
৩. পরীক্ষার প্রস্তুতি
স্যাট পরীক্ষায় গণিত, ক্রিটিক্যাল রিডিং ও রাইটিং বিভাগে পরীক্ষা দিতে হয়। স্যাটে গণিত একটু সহজ হলেও ইংরেজির অংশ কিছুটা কঠিন। ইংরেজিতে ভালো করতে নিয়মিত ইংরেজি অনুশীলন, প্রচুর শব্দ শেখা আর ইংরেজি বই পড়তে হবে। পরীক্ষার নিবন্ধনের জন্য স্যাটের অফিশিয়াল সাইটে নাম নিবন্ধন করে ক্রেডিট কার্ডের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যায়।
টোফেলের সব তথ্য অনলাইনেই পাওয়া যায়। প্রতি মাসেই টোফেল পরীক্ষা দেওয়া যায়। এ পরীক্ষায় চারটি ভাগ আছে: রিডিং, রাইটিং, লিসেনিং ও স্পিকিং।
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপির আয়োজনে আইইএলটিএস পরীক্ষা দেওয়া যায়। প্রতি মাসে সাধারণত তিনবার পরীক্ষা নেওয়া হয়। ওয়েবসাইটে অথবা ফোন করে পরীক্ষার তারিখ জেনে নিতে পারেন। দুই সপ্তাহের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
৪. কোন সেশনে আবেদন করবেন
কোন সময়টায় ভর্তির জন্য আবেদন করবেন, সে বিষয়টিও গুরুত্বপূর্ণ। অধিকাংশ দেশে ফল সেশন শুরু হয় আগস্ট-সেপ্টেম্বর মাসে। এই সময়ই বেশি শিক্ষার্থী ভর্তির আবেদন করে। আবার এই সেশনেই শিক্ষাবৃত্তি বা অর্থায়নের সুযোগও পাওয়া যায় বেশি। আর অন্যটা হলো গ্রীষ্মকালীন সেশন। এ সময় স্থানীয় শিক্ষার্থীদের বেশি সুযোগ দেয় বিশ্ববিদ্যালয়গুলো।
৫. আবেদনের জন্য কাগজপত্র তৈরি
স্কুল/কলেজ থেকে প্রশংসাপত্র, সনদ ও নম্বরপত্র তুলতে হবে। অল্প কথায় নিজেকে নিয়ে একটি নিবন্ধ লিখতে হবে। আপনার লেখা নিবন্ধ পড়ে যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বোঝে যে আপনি মানুষ হিসেবে কেমন। আপনার যদি ছবি আঁকতে, ফুটবল বা ক্রিকেট খেলতে ভালো লাগে, সেটাও নিবন্ধে লিখবেন। সামাজিক কাজে অংশগ্রহণ, বিভিন্ন প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা বিশ্ববিদ্যালয়গুলো দারুণ গুরুত্ব দেয়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতে হয়। এমআইটির জন্য MyMit (https://my.mit.edu/uaweb/login.htm)–এ একটা অ্যাকাউন্ট খুলতে হয় আর যুক্তরাষ্ট্রের বাকি সব বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাকাউন্ট খুলতে হয় এই ঠিকানায়: Common Application (www.commonapp.org/Login)। কেমব্রিজ, অক্সফোর্ডসহ ইংল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটির জন্য (www.ucas.comকরতে হয় আলাদা আলাদা আবেদন।

0 comments :

চুলের যত্নে কী খাবেন


.চুলের যত্নে মানুষ কত কিছুই না করে! এ জন্য পারলারে গিয়ে প্রচুর টাকা ঢালতেও অনেকের কার্পণ্য নেই। এ ক্ষেত্রে কিছু খাবার নিয়মিত খেলে বেশ কাজে লাগে। চুল হয়ে ওঠে উজ্জ্বল, গোড়া হয় মজবুত। এতে চুল পড়া বন্ধ হয়। দেখতেও হয় সুন্দর।
পালংশাকশাকসবজির মধ্যে পালংশাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, আয়রন, বিটা ক্যারোটিন, ফোলেট ও ভিটামিন সি। মাথার ওপরের ত্বক ও চুলকে সুস্থ রাখতে এগুলো কাজ করে। এগুলো চুলের ময়েশ্চার ঠিক রাখে বলে তা সহজে ভাঙে না।পেয়ারাপেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এটি চুল ভেঙে যাওয়া ঠেকায়। এক কাপ পেয়ারার রসে থাকে ৩৭৭ মিলিগ্রাম ভিটামিন সি। প্রতিদিন মানুষের শরীরে যে পরিমাণ ভিটামিন সি প্রয়োজন হয়, তার চেয়ে এটি চার গুণ বেশি।
গরুর মাংসগরুর মাংসে লৌহ (আয়রন) থাকে বেশি। বিশেষ করে গরুর যকৃতের মাংসে এর পরিমাণ বেশি থাকে। চুল পড়া রোধে কাজ করে এটি। এ ছাড়া মসুরের ডাল ও সয়াবিনেও লৌহ পাওয়া যায়।


মুরগির মাংস
শরীরে আমিষের (প্রোটিন) পরিমাণ কম থাকলে চুলের বৃদ্ধি থেমে যায়। তখন ধীরে ধীরে চুল পড়ে যেতে থাকে। আমিষ পাওয়ার সহজ উৎস হলো মাংস। বিশেষ করে মুরগির মাংসে আমিষ থাকে বেশি। তাই পরিমাণমতো মুরগির মাংস খেলে তা চুল ভালো রাখতে সাহায্য করে।
মিষ্টি আলু 
চুল বেশি শুকনো থাকলেও সমস্যা দেখা দেয়। এতে চুলের উজ্জ্বলতা কমে যায়। এর প্রতিরোধে প্রয়োজন অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন। মানুষের শরীর এই বিটা ক্যারোটিনকে ভিটামিন এ-তে রূপান্তরিত করে। এটি মাথার খুলির ওপরের চামড়ায় সেবাম নামের একধরনের তরল পদার্থ নিঃসরণ করে, যা চুলের শুকিয়ে যাওয়া প্রতিরোধ করে। মিষ্টি আলুতে বিটা ক্যারোটিন অনেক বেশি থাকে। গাজর, মিষ্টি কুমড়া ও আমেও থাকে বিটা ক্যারোটিন।
ডিম
চুলের বৃদ্ধিতে প্রয়োজন আমিষ ও লৌহ। ডিম খেলে এই দুইয়ের অভাবই পূরণ করা সম্ভব। ডিমে বেশি পরিমাণে বায়োটিন থাকে। বায়োটিন মূলত ভিটামিন বি। বায়োটিন চুলের উজ্জ্বলতা বাড়ায়। এটি শরীরে প্রয়োজনীয় পরিমাণে না থাকলে চুল পড়া বেড়ে যেতে পারে।
দারুচিনি
চা বা কফি পান করছেন? একটুখানি দারুচিনির গুঁড়ো ছিটিয়ে দিন। কিংবা কোনো খাবারেও দারুচিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন। শরীরের রক্তপ্রবাহে দারুণভাবে সহায়তা করে এটি। এতে চুলের গোড়া বা রোমকূপ প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি পায়।

0 comments :

স্টাইলিশ হতে চান?

পছন্দের তারকার স্টাইল অনুকরণ করার চেষ্টা করছেন? তাহলে আপনি ভুল পথে হাঁটছেন! এর চেয়ে ঢের কম খেটে নিজেকে স্মার্ট ও স্টাইলিশ হিসেবে উপস্থাপন করতে পারেন। মাত্র ১০টি সূত্র মেনেই আপনি হয়ে উঠতে পারেন আরও আকর্ষণীয়। পুরুষের স্টাইলের সেই ১০টি দিক এখানে তুলে ধরা হলো:

রুচির সঙ্গে মিলিয়ে যত্ন নিয়ে নিজেকে সাজান, আপনাকে স্টাইলিশ দেখাবেই। ছবি: প্রথম আলোখরচ করুন জুতায়
অনেকেই প্রথম দেখায় খেয়াল করে পায়ের দিকে। তাই চেহারা সুন্দর রাখার পাশাপাশি জুতাও চকচকে রাখা দরকার। আপনি হয়তো একটা ভাইভা বোর্ডে দামি স্যুটের সঙ্গে সাদামাটা জুতা বেছে নিলেন, পুরো সাজটাই ভেস্তে যাবে। সংগ্রহ থেকে জুতা পরার আগে সেটা ঠিকমতো পলিশ করে নিন। সম্ভব হলে ভালো মানের জুতা সংগ্রহে রাখুন। কারণ, এক জোড়া জুতা আপনার স্টাইলের অন্য অনেক দিকের খুঁত ঢেকে দিতে পারে।
চুলে বিশেষ নজর
ছেলেদের স্টাইলে চুল একটি বিশেষ দিক। পুরুষের চুলের স্টাইল সহজেই বদলে দিতে পারে তার পুরো লুক। তার মানে এই নয় যে আপনাকে ঘন ঘন চুল ছাঁটতে হবে। আপনার চুল বেশি বাড়তে থাকলে ছয় সপ্তাহে একবার করে ছেঁটে নিতে পারেন। চাহিদামতো ট্রিম করালেও ভালো দেখাবে। তবে মুখের গড়ন বুঝে চুলের ছাঁট দিন, স্টাইলিশ দেখাবে।
ফিট থাকতে প্রতিদিন ব্যায়াম করুন ও নিয়ম মেনে খাবার খান। ছবি: প্রথম আলোনিয়মিত শরীরচর্চা
শরীরের বাড়তি ওজন আপনার স্টাইল ও জীবনযাপনে বাধা হয়ে দাঁড়াবে। এ ছাড়া চেহারা ও বডি ঠিক রাখতে শরীরচর্চা খুব জরুরি। আপনি অতিরিক্ত মোটা হলে যতই ভালো কাপড় পরুন না কেন, আকর্ষণীয় দেখাবে না। তাই ফিট থাকতে প্রতিদিন ব্যায়াম করুন এবং নিয়ম মেনে খাবার খান।
ভালো মানের আন্ডারওয়্যার
ব্যাপারটা নিয়ে অনেকেই তেমনটা ভাবেন না। কিন্তু একটা ভালো মানের আন্ডারওয়্যার আপনার ভেতরে আত্মবিশ্বাস বাড়াতে কাজ করে। সারা দিন ফুরফুরে থাকতে আন্ডারওয়্যার আপনার জন্য টনিকের মতো কাজ করবে। অফিসে হোক বা কোনো দাওয়াতে, বাইরের পোশাকের মতো আপনার ভেতরের পোশাকটাও পরিষ্কার ও আরামদায়ক দেখে বেছে নিন। ছয় মাস পর আন্ডারওয়্যার বা মোজা আর ব্যবহার না করে নতুন কিনুন।
এক জোড়া জুতা আপনার স্টাইলের অন্য অনেক দিকের খুঁত ঢেকে দিতে পারে। ছবি: প্রথম আলোপরিপাটি পোশাক ও অনুষঙ্গ
অনেকেই একটা ভুল ধারণা নিয়ে বসে থাকেন যে স্টাইলিশ হতে হলে আপনাকে প্রতিদিন নতুন ও দামি পোশাক পরতে হবে। অথচ এর বদলে আপনার আলমারির পোশাকগুলো পরিষ্কার রাখা জরুরি। একই পোশাক বারবার পরবেন, তাতে সমস্যা নেই। সেটা শুধু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলেই চলবে। তাই বলে আপনি যদি আজকে পরা পোশাকটা না ধুয়ে আবার পরদিন পরেন, তাহলে আপনার স্টাইল মার খেয়ে যাবে। পোশাকগুলো পরিষ্কারের পর শুকিয়ে ই​স্তিরি করে রাখুন। এ ছাড়া শার্টের সঙ্গে প্যান্ট বা জুতাটা কেমন পরছেন, সেটা মাথায় রাখুন। সঙ্গে রোদচশমা, ঘড়ি, বেল্ট, টাই বা সাসপেন্ডার (পোশাকের সঙ্গে ব্যবহৃত বিশেষ ধরনের বেল্ট) কোথায়, কীভাবে ব্যবহার করছেন, তার ওপর আপনার সৌন্দর্যের সম্পর্ক গভীর।

দরজির জ্ঞান নিজেরও থাকা চাইস্টাইলিশ হতে চাইলে পোশাকের সঠিক মাপজোখ, রং আর নকশা সম্পর্কে টুকটাক জ্ঞান থাকাও জরুরি। খুব কম পুরুষই ফ্যাশন হাউসের সঠিক তাকে হাত রাখেন। কেনার আগে পোশাকের সেলাই, রং, নকশার সঙ্গে চলতি ধারা (ট্রেন্ড) কী, সেটা মাথায় থাকলেই আপনি ঠিক পোশাকটা বেছে নিতে পারবেন। প্রয়োজনে একজন বিশেষজ্ঞ বা ডিজাইনারের সঙ্গে আলাপ করে আপনার সঠিক পোশাক নির্বাচন করুন।
কিছু প্রসাধনী সংগ্রহে থাকপ্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকেই আগে দেখতে হয়। ফ্রেশ চেহারা একটা ভালো লাগা তৈরি করে দিতে পারে দিনের শুরুতেই। তাই ত্বক ও চুলের যত্নে সচেতন থাকবে হবে। যাঁরা শেভ করেন, তাঁরা সকালেই এই পর্বটা সেরে নিন। সে ক্ষেত্রে ভালো মানের রেজর, ফোম বা জেল, আফটার শেভ লোশন ব্যবহার করতে পারেন। এ ছাড়া ফেশিয়াল ও শ্যাম্পু ব্যবহার করলে মুখ ও চুল থাকবে সতেজ। মুখে ছোট-বড় দাড়ি রাখলে সেটা নিয়মিত ছেঁটে ছোট করে নিন।
আত্মবিশ্বাস অতি জরুরিযতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে আত্মবিশ্বাস তৈরি না হবে, ততক্ষণ আপনি পুরোপুরি স্টাইলিশ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবেন না। নিজেই দ্বিধাদ্বন্দ্বে ভুগলে আপনাকে কখনই আকর্ষণীয় দেখাবে না। তাই নিজের ওপর পুরো আস্থা রেখে চলতে শুরু করুন। তার ছাপ আপনার চেহারাতেও ফুটে উঠবে।
নিজের ওপর নজর থাকনিজেকে দেখার চোখ থাকতে হবে। বিশেষ করে আপনি বাইরে যাওয়ার জন্য তৈরি হওয়ার পর একবার নিজের ওপর চোখ বোলান। শার্টের বোতামগুলো ঠিকমতো লাগানো হলো কি না। প্যান্টের জিপার ঠিকমতো লাগানো হয়েছে কি না, জুতায় ধুলাবালু লেগে নেই তো? বন্ধুদের সঙ্গে আড্ডায় থাকলেও সেসব মাথায় রাখুন। গন্তব্যে পৌঁছে একবার ওয়াশরুমে গিয়ে ‘চেক’ করে নিন।
হাওয়া বুঝে ছাতা সঙ্গে রাখুন
একটা দারুণ সাজ-পোশাকে বাইরে এলেন আর তখনই শুরু হলো ঝুম বৃষ্টি। আপনার সঙ্গে যদি একটা ছাতা না থাকে, তাহলে কী আর করা, দে দৌড়! একটু আগেই আপনার দিকে যারা হাঁ করে তাকিয়ে ছিল, তারাই আপনার দুর্গতি দেখে হেসে ফেলতে পারে। তাই বৃষ্টির দিনে ছাতা সঙ্গে রাখা বা গরমে একটি রুমাল—স্টাইলিশ পুরুষের জন্য এসব খুব দরকারি। আবহাওয়ার হাওয়া বুঝে বিব্রতকর পরিস্থিতি সামাল দেওয়ার মতো পর্যাপ্ত উপকরণ সঙ্গে রাখতে হবে। 
মোট কথা, আপনার রুচির সঙ্গে মিলিয়ে যত্ন নিয়ে নিজেকে সাজান, আপনাকে স্টাইলিশ দেখাবেই। সেটা সব সময় দামি পোশাক বা অনুষঙ্গে না-ও হতে পারে।
সূত্র: মেনস্টাইলফ্যাশন ডটকম

0 comments :

কচুয়ার হাসিমপুর মিয়ার বাজারে অগ্নিকান্ডে ৩টি দোকান পুঁড়ে ছাঁই

কচুয়ার হাসিমপুর মিয়ার বাজারে অগ্নিকান্ডে ৩টি দোকান পুঁড়ে ছাঁই

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হাসিমপুর মিয়ার বাজারে ৩ টি দোকান ঘর পুঁড়ে ছাঁই হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার বিবরনে প্রকাশ, গত ১৭ সেপ্টেম্বর ২০১৬ ইং শনিবার রাত আনুমান ৩ টায় হাসিমপুর মিয়ার বাজারের চা দোকানদার দীলিপ, ফার্ম মুরগী ব্যবসায়ী মুহাম্মদ আনোয়ার হোসেন, পান সিগারেট বিক্রেতা মুহাম্মদ আলমগীর হোসেনের দোকান ঘর সহ ৩ টি দোকানে অগ্নিকান্ডে পুঁড়ে ছাঁই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আনুমান ৩ টার সময় চা দোকানদার দীলিপের দোকান ঘরে প্রথমে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। বাজারের পাহারাদাররা প্রথমে অগ্নিকান্ডের ঘটনা দেখে চিৎকার করলে আশে পাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভাতে চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রন করতে না পেরে পরে কচুয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে সাথে সাথে কচুয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রন করে। অগ্নিকান্ডের ঘটনায় চা দোকানদার দীলিপ, ফার্ম মুরগী ব্যবসায়ী মুহাম্মদ আনোয়ার হোসেন ও পান সিগারেট বিক্রেতা মুহাম্মদ আলমগীর হোসেন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, চা দোকানদার দীলিপের দোকানে লাকড়ীর চুলা থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়।

0 comments :

Copyright © 2013 TheCrazy Boy'S