নতুন আইফোনেও খুঁত?
কয়েকটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটের খবর অনুযায়ী, অ্যাপলের এ১০ ফিউশন প্রসেসরে যখন অতিরিক্ত চাপ বাড়ছে, তখন এই শব্দ বের হচ্ছে। ব্লগার স্টিফেন হ্যাকেট প্রথম আইফোন ৭–এর এই‘হিশ হিশ’ শব্দের কথা প্রথম প্রকাশ করেন। তিনি ওই শব্দ রেকর্ড করে ইউটিউবে পোস্ট করেন। এরপর অ্যাপলের সাবেক জনসংযোগ কর্মকর্তা ড্যারেল ইথারিংটনও আইফোনের এই খুঁতের কথা টুইট করে জানান। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়, হিশ হিশ শব্দটিকে ‘কয়েল নয়েজ’ বলা হয়, যা ঠিকমতো ঠান্ডা না হলে যেকোনো প্রসেসরেই এ সমস্যা হতে পারে। অবশ্য এখন পর্যন্ত প্রথম ব্যাচের আইফোন ৭ ও ৭ প্লাসের কয়েকটি ইউনিটে এই সামান্য ত্রুটি পাওয়া গেছে।
লাইফহ্যাকার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এ সমস্যার কোনো সমাধান নেই। তবে নতুন আইফোনের সঙ্গে বদলে নেওয়া যেতে পারে।
0 comments :